গুফি বই কেন আলাদা?
লাইট অফ হোপের অঙ্গপ্রতিষ্ঠান গুফি শিশুদের জন্য children book প্রকাশ করে। গত ৫ বছরে বিভিন্ন বয়সী শিশুদের নিয়ে গবেষণা করে তৈরি করা গুফির বই এখন বিশ্বের ৫টি ভাষায় প্রকাশিত হয়েছে এবং ৯০ টি দেশে ব্যবহার হচ্ছে। গুফির এই দারুণ জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে, বইয়ের মান, সৃজনশীল কনটেন্ট, শিশুর বয়স উপযোগী, এবং অনেক বেশি এনগেজিং। গুফি বইগুলো শিশুর স্ক্রিন আসক্তি কমাতে দারণ কাজ করে।

একাডেমিক ভিত্তি মজবুত করতে Activity Books
প্রি-স্কুলের শিশুদের একাডেমিক ভিত্তি মজবুত করতে গুফি তৈরি করেছে বিভিন্ন বয়স উপযোগী Activity Books. একটিভিটি-বেজড এই বইগুলো শিশুকে এনগেজ রাখে ঘন্টার পর ঘন্টা। সৃজনশীল বিভিন্ন একটিভিটির মাধ্যমে তার দক্ষতা গড়ে তুলে। বিশ্বের ৯০টি দেশে ব্যবহার হয় এই বইগুলো।
নৈতিকতা ও সৃজনশীলতা বাড়াতে গুফির Story Books
৪-১২ বছর বয়সের শিশুদের উপযোগী গুফির Children Story Books গুলোর মূল ফোকাস হচ্ছে গল্পের মাধ্যমে তাদের মধ্যে নৈতিকতা, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও ভালো আচরণ গড়ে তোলা। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় শিশুতোষ বইয়ের সিরিজগুলো গুফির তৈরি করা।
প্রতিটি বইয়ের গল্প মৌলিক, কালারফুল ইলাসট্রেসন, এবং কাগজের মান – সব মিলিয়ে গুফির গল্পের বইগুলো ওয়ার্ল্ড ক্লাস। বাংলার বাইরেও বইগুলো ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে।

গুফির বই নিয়মিত চাচ্ছেন?
আপনি কি সন্তানের জন্য নিয়মিতভাবে বই কিনেন? তাহলে সেরা বইগুলোই তাকে তুলে দিন।
নিয়মিতভাবে গুফির বই সন্তানের জন্য পেতে Goofi Kids Club মেম্বার হয়ে যান। ফ্রি হোম ডেলিভারি, বইয়ে বিশেষ ছাড়, মজার গিফটসহ বিভিন্ন সুবিধা থাকে মেম্বারদের জন্য।
আপনার শিশুর চাহিদা ও পছন্দ অনুযায়ী বইয়ের ব্যাপারে পরামর্শ দিতে রয়েছে প্যারেন্টস সাপোর্ট এক্সিকিউটিভ।
