সন্তানকে স্কুলে দেয়ার আগে এবং স্কুলে ভর্তি করার পর পরেই যে সমস্যাটা সবচেয়ে বেশি আপনি অভিভাবক হিসাবে ফেস করেন সেটা হল, আপনার সন্তান লিখতে চায় না। আরেকটা বড় সমস্যা হয়, পড়াশুনায় মনোযোগ নেই। সে খালি স্মার্টফোনে ভিডিও দেখতে চায়। সেটাই তার সবচেয়ে বড় চাওয়া। কিন্তু আপনি চাচ্ছেন তাকে স্কুলে দিবেন তার আগে কিছুটা ইংরেজি অক্ষর, শব্দ এগুলো শিখুক। যেন আপনার পছন্দের স্কুলে তাকে ভর্তি করতে পারেন।
আবার যদি আপনার সন্তান মাত্র এক-দুই বছর হচ্ছে স্কুলে যাচ্ছে, আপনি চাচ্ছেন তার ইংরেজি ভাষার প্রতি একটা ভালোবাসা তৈরি হোক। যেন সে নতুন এই ভাষাটা সহজে শিখতে পারে।
তাহলে কি এমন জিনিস তাকে দিতে পারেন, যাতে করে উপরের যেকোনো একটা কিংবা সবগুলো সমস্যার একটা দ্রুত সমাধান হয়?
এই সমস্যাগুলোর কার্যকরি একটা সমাধান আমরা আপনাকে দিচ্ছি। এর মাধ্যমে ইতিমধ্যে ৫০০০+ পরিবার উপকার পাচ্ছেন।
Play with Alphabet নামের একটা একটিভিটি বুক আমরা তৈরি করেছি গুফি থেকে। সেটা শিশু বিশেষজ্ঞ, শিশু শিক্ষাবিদ, শিশুতোষ লেখকদের একটা বড় টীম মিলে তৈরি করেছে। বইটি দেশের বাইরেও অনেক অভিভাবকরা তাদের সন্তানদের জন্য ও স্কুলে শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের জন্য ব্যবহার করেন।
যেহেতু আগামী জুন-জুলাই মাসে নতুন স্কুলে ভর্তি হবে অনেক শিশুরা, তাই অভিভাবকদের জন্য আমরা Play with Alphabet একটিভিটি বইটির একটা নতুন ভার্সন নিয়ে এসেছি।
যারা আগামী ৩ দিনের মধ্যে বইটি অর্ডার করবেন, তাদেরকে গুফির পক্ষ থেকে বাংলাদেশের যেকোনো জায়গায় ফ্রি ডেলিভারি দেয়া হবে।