Goofi Books

আমার স্বপ্নের স্কুল, কেমন চাই?

আসছে ২১শে এপ্রিল World Creativity and Innovation Day উপলক্ষে Goofi আয়োজন করতে যাচ্ছে শিশুদের জন্য আমার স্বপ্নের স্কুল, কেমন চাই? ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে শিশু তার স্বপ্নের স্কুল কেমন হবে এই নিয়ে নিজের ভাবনাগুলোকে তুলে ধরবে একইসাথে সে নিজেই তার স্বপ্নের স্কুল বাস্তবায়নের পরিকল্পনা বলবে।

৬-১২ বছর বয়সী যেকোন শিশু এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। সারা বাংলাদেশের যেকোন স্কুলের মাধ্যমে সরাসরি কিংবা অভিভাবকদের মাধ্যমে শিশুরা অংশগ্রহণ করতে পারবে। সেরা ১০ টি আইডিয়া দেয়া শিশুকে আমরা পুরস্কার দিবো। আর সেরা ৩টি আইডিয়া যে স্কুলের শিশুর কাছ থেকে আসবে, সেই স্কুলগুলোতে তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে Light of Hope Ltd.

সেরা ১০টি আইডিয়া দেয়া শিশুর জন্যঃ

অংশগ্রহনের নিয়মাবলীঃ

অভিভাবক কিংবা স্কুলের শিক্ষক তাদের সন্তান/শিক্ষার্থীকে ক্যাম্পেইনটি সম্পর্কে বলবে। এরপর শিশু তার স্কুলে কি ধরনের পরিবর্তন দেখতে চায় এবং পরিবর্তনগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেই কথাগুলো বলবে। অভিভাবক বা শিক্ষক পুরো সময়টির ভিডিও রেকর্ড করবেন।

ক্যাম্পেইনে অংশগ্রহনের ধাপগুলো-

আইডিয়া জমা দেয়ার শেষ তারিখ, ৩০ এপ্রিল

ক্যাম্পেইন সংক্রান্ত যেকোন তথ্যের জন্য কল করুন

Share with friends